মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ার বিএনপি নেতার ইন্দনে কাশেম হুজুরের ঘের লুট অব্যাহত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ৫, ২০২৫

ডুমুরিয়ার বিএনপি নেতার ইন্দনে কাশেম হুজুরের ঘের লুট অব্যাহত
আবু হেনা মুক্তিঃ
খুলনার ডুমুরিয়ার বিল পাটলা এলাকায় কাশেম হুজুরের  মাছের ঘের লুট করছে  কতিপায় উশৃঙ্খল দুর্বৃত্ত। ৫ আগস্ট এর পর অর্ধ কোটি টাকার মাছ লুটপাট করেছে এই চক্রটি। গতকালও শতাধিক লোক প্রকাশ্যে এই লুটতরাজ কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানায় এদের অধিকাংশই বিএনপি জামায়াতের অনুসারী সমর্থক। এলাকায় ব্যাপকভাবে জনশ্রুতি রয়েছে, উপজেলা বিএনপির একজন প্রভাবশালী নেতা এই অপকর্মের মূল হোতা। যার বিরুদ্ধে ইতিমধ্যে একটি গণপিটিশন বিএনপি'র মহাসচিব বরাবরে প্রেরিত হয়েছে যা গতকাল  রাতেই অফিসিয়াল ভাবে তা রিসিভ করেছেন বলে সূত্রটি জানায়। 
জানা গেছে সদরে বসবাসকারী বিশেষ পরিবারের প্রভাবশালী ওই নেতা এর পেছনে থেকে কলকাঠি নেড়ে পুরো ঘটনাটি নিয়ন্ত্রণ করছে।দোহার সমবায় সমিতি নামে ডাকা প্রায় ১৬ একর খালে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই চক্রটি হরি লুট করে। সমিতির পক্ষে কাশেম হুজুর গেটি পরিচালনা করেন পাশাপাশি কাশেম হুজুরের রয়েছে ব্যক্তিগত হারিতে নেয়া প্রায় ১২ বিঘা জমি।কাশেম হুজুর তার সর্বস্ব দিয়ে মাছের খাবারের দোকানে বাকি বকেয়া করে আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এখানে মাছ ছাড়ে। কিন্তু দুর্বৃত্তরা গত চার মাস যাবত অর্ধ কোটি টাকারও বেশি মাছ লুটপাট করে নিয়ে গেছে। সর্বপ্রথম জনৈক গফফারের নেতৃত্বে এখানে লুটপাট শুরু হয়। তারপর চলে যায় পুরো বিষয়টি ওই প্রভাবশালী বিএনপি নেতার সিন্ডিকেটে। 
যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ বরন্য নেতা তারেক জিয়া তাদের নেতাকর্মীদের সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সেখানে এই ডুমুরিয়ার প্রভাবশালী নেতা কমিটি ভাঙার পরেও কিভাবে এ ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে কলকাঠি নাড়ছেন তা জনগণের বোধগম্য নয়। 
ডুমুরিয়ার আপামার জন সাধারন এবং প্রকৃত বিএনপি'রত্যাগী নেতাকর্মীরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গণ আবেদনে বিএনপি মহাসচিব এর দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকায় সরোজমিন তদন্তে ও সাক্ষাৎকার জানা যায়,তারা চায় এবার যাতে প্রকৃত আদর্শবাদী নেতা আগামী দিনের জাতীয় সংসদ সদস্য মনোনয়ন পায়। সেক্ষেত্রে এ ধরনের লুটতরাজ কর্মকাণ্ডের পরিকল্পনা কারিরা যেন কোন ভাবেই মনোনয়ন পাওয়া তো দূরের কথা তারা যেন মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারে সে দাবি ভুক্তভোগী মহলের।
0 Comments